UsharAlo logo
শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ একর জায়গা জুড়ে বিস্তৃত সাইফের প্যালেস

usharalodesk
মে ২০, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অতি পরিচিত বলিউড অভিনেতা সাইফ আলী খান। তার বাবা মনসুর আলী খান পতৌদি। বাবার মৃত্যুর পর এখন সাইফই পতৌদি নবাব বংশের উত্তরসূরী। তাকে ডাকা হয় ‘বলিউডের ছোট নবাব’ বলে। কিন্তু নবাব খেতাবটি নিতে চান না তিনি। সাইফ তার বাবাকেই শেষ পতৌদি নবাব হিসেবে মানেন।

এখন বর্তমানে পতৌদি প্যালেসের মালিক সাইফ। এ প্যালেসটি ভারতের হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। যদিও স্থানীয়দের কাছে এটি ‘ইব্রাহিম কোঠি’ নামেই বেশি পরিচিত। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ শাসনামলে দিল্লির রাজপ্রাসাদের আদলে ‘রবার্ট টর রাসেল’ এ প্যালেসটি তৈরি করেন। সাথে তার সহকারী হিসেবে ছিলেন মার্কিন আর্কিটেক্ট কার্ল মল্ট ভন হেইঞ্জ।

কিন্তু বংশ পরিক্রমায় পৈতৃক সম্পতি হিসেবে এ প্যালেসটি পাননি সাইফ। এটিকে লিজ দিয়েছিলেন সাইফের বাবা মনসুর আলী। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এটি হোটেল হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তী সময়ে সাইফ এটি আবারও পুনরুদ্ধার করেন। নিজ টাকায় এটি ফিরে পেতে হয়েছিল তাকে। এরপর তিনি ঐতিহ্যর বিষয়টি মাথায় রেখে দর্শিনী শাহকে দিয়ে প্যালেসের ভেতরের অংশে কিছুটা পরিবর্তন আনেন। বর্তমানে এই প্যালেসের বাজার মূল্য ইন্ডিয়ান ৮০০ কোটি রুপি। এই প্যালেসের বাহিরের রঙ সাদা এবং ভেতরে রয়েছে ঐতিহ্যের রাজকীয় ছোঁয়া। ১০ একর জায়গা জুড়ে বিস্তৃত এ প্যালেসটিতে আছে ১৫০টি বিশাল আকৃতির কক্ষ। মূলত সিনেমায় অভিনয় করে সেই টাকায় প্যালেস ফিরে পেয়েছেন সাইফ।

(ঊষার আলো-এফএসপি)