UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৩ মাসে এক বছর হয় যে দেশে

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বের সব দেশে ১২ মাসে বছর গণনা করা হয় তবে একটি দেশ বাদে।

আর অদ্ভুত এই নিয়ম চালু আছে ইথিওপিয়ায়। এই বছর গণনার নিয়ম হিসেবে বলা হয়, বছরের ১২ মাস ৩০ দিনে গণনা করা হলেও ১৩তম মাস গণনা হয় ৬ বা ৭ দিনে। যেটি নির্ভর করে অধিবর্ষের ওপর।

মূলত যিশু খ্রিস্টের জন্মসাল ভিন্নভাবে গণনার কারণেই এমনটি ঘটে। ইতিহাসেও তারা অন্যদের হতে আলাদা। কেননা ৫০০ খ্রিস্টাব্দে কাথ্যলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধিত করলেও ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ সেটা করেনি।

ইথিওপিয়ায় শুধু ১৩ মাসেই বছর নয়, সেখানে বসন্তের সময় শুরু হয় নতুন বছর। পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের ১১ তারিখ পয়লা দিন হিসেবে গণনা হয়। অধিবর্ষে যা শুরু হয় ১২ সেপ্টেম্বর হতে। এছাড়াও দেশটিতে ১২টা থেকে নয়, সময় শুরু হয় ৬টা থেকে।

(ঊষার আলো-এফএসপি)