দেশ ও বিদেশে ১৪ কোটির বেশি বাংলাদেশি ইন্টারনেট ব্যবহার করেন বলে রোববার জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দেশে ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু নিয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকের পর রাজধানীর বিটিআরসি ভবনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
পলক বলেন, ‘সারা বাংলাদেশে বর্তমানে যে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক আছে, যারা বাংলাদেশে প্রায় ১৩ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, বাংলাদেশের নাগরিক কিন্তু ১৪ কোটি মানুষই ইন্টারনেট ব্যবহার করে।
‘বাংলাদেশের ভূখণ্ডে বসে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক, ব্রডব্যান্ড কানেকটিভিটি মিলিয়ে ১৩ কোটি, কিন্তু বাংলাদেশের বাইরে যে এক কোটি প্রবাসী ভাই-বোনেরা থাকে, তারাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বলতে গেলে ১৪ কোটির ওপরের মানুষ ইন্টারনেট ব্যবহার করে।’
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পরিপ্রেক্ষিতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তো আপনারা জানেন যে, গত ১৭ জুলাই থেকে ২৭ জুলাই, আজকে ২৮ জুলাই। এই ১০ দিন সময়ের মধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ে মোবাইল নেটওয়ার্ক ফোরজি,
এটা আমরা অনেক ক্ষেত্রে সাময়িকভাবে কিছু কিছু জায়গায় ১৭ এবং ১৮ তারিখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা, পরামর্শ সাপেক্ষে আমরা বিটিআরসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। সেটা হচ্ছে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে।’