UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ জুন সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফলে খালিশপুরে আলোচনা সভা ও দোয়া

pial
জুন ১৪, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : আগামী ১৮ জুন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মঙ্গলবার (১৪ জুন) সকালে খালিশপুর থানা কমিটি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।

স্থানীয় অবকাশ গণগ্রন্থগারে পাঠাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর কমিটির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, সংগঠনের থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি ও শফিকুল ইসলাম অভি, সহ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, দপ্তর সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আঃ হান্নান মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা প্রমূখ। সভা শেষে সংগঠনের মহানগর কমিটির সাবেক সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

(ঊষার আলো-এফএসপি)