UsharAlo logo
বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যা লিখলেন ফারুকী

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

আজ ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সেদিন ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

তবে প্রাণ হারান ২৪ জন। আহত হন দলটির তিন শতাধিক নেতাকর্মী। সামাজিক মাধ্যমে ২১ আগস্ট নিয়ে কথা বলেছেন নির্মাতা মোস্তফা সর‍্যার ফারুকী। আজ বুধবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকী।

সেখানে লিখেছেন, ‘জুলাই বিপ্লবে হতাহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশন গঠন একটা গ্রেট ইনিশিয়েটিভ। এটা আরও সিগনিফিক্যান্ট কারণ এর প্রধান প্রফেসর ইউনুস নিজে। উই নেভার ফরগেট আওয়ার হিরোজ। মনে রাখতে হবে, এটা সাধারণ একটা সরকার পরিবর্তনের লড়াই ছিলো না। এটা ছিলো নাজিবাহিনীর মতো ভয়াবহ অমানবিক একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই। ব্যর্থ হলে মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প রাখতো না এই নৃশংস এবং খুনী রেজিম।’

ফারুকীর ওই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘২১ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটাও আলোচনায় আসা উচিত। দেশের বর্তমান পরিস্থিতির পিছনে ওই ঘটনার অবদানও কম না।’

এর উত্তরে ফারুকী কথা বলেছেন ২১ আগস্ট নিয়ে। তিনি লিখেছেন, ‘সেটাতো ইতিমধ্যেই আমরা সবাই মানছি। আমি কলামও লিখছিলাম ঐ জঘন্য ঘটনার প্রতিবাদে। সেই জন্যইতো ২০০৮ সালে আমরা চাইলাম আওয়ামী লীগ সরকারে আসুক। কিন্তু ২১ আগস্টের উত্তর হওয়ার কথা ছিলো সুশাসন, ফ্যাসিজম না।

আরেকটা কথা- ২১ আগস্টের বিচারিক ধাপ শেষ পর্যায়ে। এছাড়া জাতি এই কারণে বিএনপিকে ২০০৮ সালে লাল কার্ড দেখাইছে। এখন এই ২১ আগস্ট দেখাইয়া ঘরে ঘরে কত হাজার ২১ আগস্টের জন্ম দেয়া হইলো এই ১৫ বছরে। এইভাবে জাতি আগাইতে পারে না। তাইলে তো বাকশালের অপকর্ম দেখাইয়া অন্য দলগুলা বাকী জীবন পার করে দিতে পারার কথা ছিলো।’