UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২১ বছরে ১৯৬টি দেশ ঘুরে মার্কিন তরুণীর বিশ্ব রেকর্ড

ঊষার আলো
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সবচেয়ে কম বয়সে বিশ্বের সব দেশে পা রাখার জন্য গিনেস রেকর্ডে নাম উঠেছে মার্কিন তরুণী লেক্সি অ্যালফর্ডের। তিনি মাত্র ২১ বছর বয়সেই এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন। বর্তমানে লেক্সির বয়স এখন ২৩ বছর।

জানা যায়, ছোটবেলা থেকেই বেড়াতে ভালবাসেন লেক্সি। তার ইনস্টাগ্রামের পাতা ভর্তি বিভিন্ন দেশে ভ্রমণের ছবিতে। তিনি ১৯৬টি দেশ দেখেছেন, কোনো দেশই বাদ যায়নি। ২০১৬ সালে লেক্সি সিদ্ধান্ত নেন যে, পৃথিবীর সব দেশ ঘুরে দেখবেন। তখন তার বয়স মাত্র ১৮, আর ততদিনে ৭২টি দেশ ঘুরে ফেলেছেন। এবং পরের ৩ বছরের মধ্যে বাকি সব দেশে ঘোরেন তিনি।

তবে এত অল্প বয়সে গোটা দুনিয়া ঘুরে বেড়ানোর খরচ কোথায় পেলেন তিনি? এমন প্রশ্নের জবাবে লেক্সি বলেন, নিজের রোজগারেই তিনি সবটা করেছেন। তিনি জানান, যখন যেখানে যেমন কাজ পেয়েছি, তখন তাই করেছি। আর সে টাকায় পরের দেশটি দেখার পরিকল্পনা করেছি, আর এ ভাবেই চলেছে।

(ঊষার আলো-এফএসপি)