UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে আ. লীগকে নিষিদ্ধ করা না হলে লংমার্চ

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগসহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করাসহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন জানানো সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয়।

এসব দাবি আদায়ে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা উপজেলায় ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ।

ঊষার আলো-এসএ