UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২ লাখ বিদেশী কর্মী ওয়ার্ক পারমিট পাচ্ছে না কুয়েতে

ঊষার আলো
মার্চ ২৬, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনার কারণে কুয়েতের ওয়ার্ক পারমিট থেকে বঞ্চিত হয়েছেন দুই লাখের বেশি বিদেশী কর্মী। করোনা সংক্রমণ রোধে নিষেধাজ্ঞার ফলে দেশে ফেরার পর কুয়েতে যেতে পারছেন না তারা।
কুয়েতের দৈনিক ‘আল কাবসের’ বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা সিয়াসত ডেইলিতে’ শুক্রবার (২৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কর্তৃপক্ষ কুয়েত থেকে দেশে যাওয়া এই কর্মীদের ওয়ার্ক পারমিট বাতিল করছে। আবার অনেকেই এই সমস্যা এড়াতে আরও বেশি সময় দেশটিতে অবস্থান করছেন। তবে এতে তাদের ভিসা মেয়াদহীন হয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ২০টি দেশের কর্মীরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মিসর, শ্রীলঙ্কা ও ভারত এতে বেশি প্রভাবিত হয়েছে। সূত্র : সিয়াসত ডেইলি

(ঊষার আলো-এমএনএস)