UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২ লাখ ৮৫ হাজার কোটি টাকায় দাঁড়ালো খেলাপি ঋণ

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকায়।

 রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ১৭ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার কোটি টাকায়। রাষ্ট্রায়ত্ব ব্যাংকে এ পরিমাণ ১ লাখ ২৬ হাজার কোটি টাকা।

এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর ৫ হাজার ৮০০ কোটি এবং দেশে কার্যরত বিদেশি ব্যাংকের খেলাপি ঋণ  সেপ্টেম্বর প্রান্তিক শেষে দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৫ কোটি টাকায়।