ঊষার আলো ডেস্ক : বিশ্বে সবচেয়ে বেশি বার্গার খেয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন আমেরিকার হুইসকনসেনের বাসিন্দা ডন গোর্স। তিনি এ পর্যন্ত ৩২ হাজার ৩৪০টি বার্গার খেয়েছেন। ৫০ বছর ধরে প্রতিদিন বার্গার খাচ্ছেন তিনি।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সম্প্রতি এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথমবার ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক বার্গার খেয়েছিলেন। বার্গারটি তার এতটাই ভালো লেগে যায় যে, এরপর থেকে প্রতিদিনই বিগ ম্যাক বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে সেই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি ডন গোর্সকে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল পেজে বলা হয়েছে, ১৭ মে প্রতিদিন বার্গার খাওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করেছেন ডন গোর্সকে। এর মধ্যে মাত্র ৮ দিন বাদে প্রতিদিনই তিনি বার্গার খেয়েছেন। এই প্রসঙ্গে গোর্সকে জানিয়েছেন, তিনি যদি এক বার কোনো খাবার পছন্দ করেন, তবে সেই খাবারটিই খেতে থাকেন এক টানা।
সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খাওয়ার রেকর্ড ১৯৯৯ সালে প্রথম নিজ দখলে নিয়েছিলেন ডন গোর্স। সেসময় তার বার্গার খাওয়ার সংখ্যা ছিল মোট ১৫,৪৯০টি।
(ঊষার আলো-এফএসপি)