UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ সপ্তাহের ব্যবধানে গর্ভাবস্থাতেই আবারও গর্ভধারণ

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাত্র তিন সপ্তাহের ব্যবধানে গর্ভাবস্থাতেই অবাক করে আবারও গর্ভধারণ করে দুজন বিরল জমজ শিশুর জন্ম দিয়েছেন যুক্তরাজ্যের উইল্টশায়ারের রেবেকা রবার্টস। ভিন্ন ভিন্ন সময়ে  মায়ের গর্ভে এসেও এ শিশুরা একই দিনে জন্মগ্রহণ করে। ফলে চিকিৎসকরা তাদের ‘সুপার টুইনস’ হিসেবে উল্লেখ করেন।

বাথের রয়াল ইউনাইটেড হাসপাতলের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডেভিড ওয়াকার জনান, ‘এটি আসলে এতটা বিরল যে এরকম ঘটনা কতটি ঘটেছে তার প্রকৃত সংখ্যাও অজানা। ডিম্বানু মুক্তিকরণ বন্ধের পরিবর্তে রেবেকা প্রথমটির মাত্র ৩ থেকে ৪ সপ্তাহ পরে আরেকটি ডিম্বানু ছাড়েন ও ডিম্বানুটি অলৌকিকভাবে নিষিক্ত হতে সক্ষম হয় ও জরায়ুতে প্রতিস্থাপিত হয়।’

ইউরোপিয়ান জার্নাল অব অবসটেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজির একটি প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে পৃথিবীতে এমন ‘সুপার টুইনস’ এর ঘটনা ১০টিরও কম।

রেবেকা জানান, ‘সে ও তার সঙ্গী রাইস ওয়েভার অনেক বছর ধরেই সন্তান জন্মদানের চেষ্টা করছিলেন। যার জন্য রেবেকা ও রাইস বহুবার চিকিৎসকের কাছেও যান।’ পরে চিকিৎসা নিয়ে অবশেষে গর্ভধারণ করতে সক্ষম হন রেবেকা। তবে গর্ভাবস্থায় তৃতীয় আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় চিকিৎসকরা জানান যে, ‘রেবেকা আবারও গর্ভধারণ করেছেন। সেই পরীক্ষার সময় তিনি ১২ সপ্তাহের গর্ভবতী ছিলেন।’

এ ধরণের গর্ভধারণকে ‘সুপারফেটেশন’ নামেও অভিহিত করা হয়। এটি এমন একটি অবস্থা বা পরিস্থিতি যখন প্রথম গর্ভধারণের মধ্যেই দ্বিতীয় গর্ভধারণের ঘটনা ঘটে।

রেবেকার গর্ভধারণ বেশ চ্যালেঞ্জিং এক অবস্থার সৃষ্টি করে। চিকিৎসকরা আশঙ্কা করছিলেন যে, রেবেকার দ্বিতীয় সন্তানটি নাও বাঁচতে পারে। কিন্তু সৌভাগ্যক্রমে গত সেপ্টেম্বরে নোয়াহ ও রোসেলি নামে ২ জমজ শিশুর জন্ম দেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)