UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৭ হাজার বছর পুরানো প্রাচীন নেকড়ের সন্ধান মিলল কানাডায়!

usharalodesk
আগস্ট ২৬, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় ৫৭ হাজার বছর পুরানো প্রাচীন জাতের নেকড়ের মমির সন্ধান পাওয়া গেছে। কানাডার পের্মাফ্রস্টে এই মমি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে নেকড়েটি হল সবচেয়ে প্রাচীন জাতের।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রকাশিত একটি রিপোর্টে ডেস মানিয়েস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক জুল মিয়াচেন জানিয়েছেন, প্রাণীটির স্থানীয় নাম ‘ঝুর’। এ মমিটির এখনো সমস্ত ত্বক পশম দিয়ে ঢাকা ও ভিতরের টিস্যু গুলোও বিদ্যমান।

তিনি আরও বলেন, এর বয়স প্রায় ৫৭ হাজার বছর। এ প্রাণীটির বিষয়ে আরও গভীর ভাবে গবেষণার জন্য অনুমতি নিয়েছেন গবেষকরা। এক্স-রে মেশিনের মাধ্যমে বিশেষজ্ঞরা জানতে পারেন যে মৃত নেকড়েটির মমি কিভাবে সংরক্ষণ করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় জানা গেছে, এই নেকড়েটি আধুনিক নেকড়েদের পূর্বপুরুষ যা রাশিয়া, সাইবেরিয়া ও আলাস্কা থেকে এসেছিল।

মিয়াচেন জানান, ধারণা করা যায় কানাডার পের্মাফ্রস্ট এলাকার আশেপাশে প্রচুর নদী প্রবাহিত হয়েছিল ও আশেপাশে অন্যান্য প্রাণীরও বসবাস ছিল। বন্য পরিবেশের মধ্যেই আসলে নেকড়েটি বড় হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)