UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘অক্টোবর সার্ভিস প্রোগাম-২০২১’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

koushikkln
অক্টোবর ২, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১’-এর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শনিবার (০২ অক্টোবর) সকাল ৯টায় লায়ন্স কাব অব খুলনা’র উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভামাত্রাটি খুলনা মহানগরীর কেডিএ এভিনিউস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পথ পরিক্রম করে পুনরায় যাত্রাস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক এমপি, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড. এনায়েত আলী।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন এ্যাড. কুদরত-ই-খুদাÑএমজেএফ, লায়ন এ্যাড. মিনা মিজানুর রহমান, লায়ন মনোয়ারা বেগম, লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন এ্যাড. এম এ আওয়াল রাজ, লায়ন ডা. আর কে নাথ, লায়ন ডা. মনোজ কুমার দাশ, লায়ন ডাঃ শাহীন নওরোজী, লায়ন ডাঃ শাহানা রাজ্জাক আলীÑএমজেএফ, লায়ন অধ্যাপিকা রমা রহমান, লায়ন সুমিয়া নাসরীন, লায়ন মেহেদী নেওয়াজ আহসান অনিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাবের লিও সদস্য, খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের স্কাউট-গার্লস গাইড, শিক্ষক-শিক্ষিকা ও লায়ন্স চক্ষু হাসপাতালের কর্মরত চিকিৎসক কর্মকর্তা, কর্মচারীসহ নগরীর বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ।