UsharAlo logo
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোমোবাইল শিল্পে এআই বিপ্লব

ঊষার আলো রিপোর্ট
মার্চ ৯, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অটোমোবাইল শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এ ধারাকে আরও এগিয়ে নিতে জেনারেল মোটরস (জিএম) তাদের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান এআই কর্মকর্তা নিয়োগ দিয়েছে।

সোমবার কোম্পানিটি ঘোষণা করেছে যে অভিজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞ বারাক তুরোভস্কি এ দায়িত্ব গ্রহণ করেছেন। ৪৯ বছর বয়সি বারাক তুরোভস্কি গুগল ও সিসকোতে এআই প্রযুক্তির উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। জিএমের সফটওয়্যার ও সার্ভিস ইঞ্জিনিয়ারিং দলের অংশ হিসাবে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ রিচার্ডসনের কাছে রিপোর্ট করবেন। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব গাড়ি শিল্পে এআই ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জিএম জানিয়েছে, এআই প্রযুক্তি বৈদ্যুতিক যানবাহন (ইভি), অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন (আইসিই) এবং স্বায়ত্তশাসিত গাড়ির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরোভস্কির নেতৃত্বে কোম্পানিটি এআইচালিত উদ্ভাবনের মাধ্যমে তাদের পণ্যের গুণগত মান বাড়ানো, উৎপাদন প্রক্রিয়া সহজতর করা এবং গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করেছে।

বর্তমানে, জিএম এআই ব্যবহার করছে ইভি চার্জার স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ, ডিলারদের গাড়ির অর্ডার প্রক্রিয়া সহজ করা এবং উৎপাদন প্রক্রিয়া অপ্টিমাইজ করার কাজে। নতুন প্রধানের নেতৃত্বে এসব উদ্যোগ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বজুড়ে বড় গাড়ি নির্মাতারা এখন এআই প্রযুক্তিতে বিনিয়োগ করছে। স্বায়ত্তশাসিত গাড়ি, উন্নত চালক সহায়তা ব্যবস্থা (এডাস) এবং স্মার্ট উৎপাদন ব্যবস্থার প্রসার এ শিল্পে নতুন যুগের সূচনা করছে। জিএমের এ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা গাড়ি নির্মাণ এবং গ্রাহকসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঊষার আলো-এসএ