UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে শিক্ষার্থী ডাটাবেজ ও জন্মনিবন্ধনের জটিল প্রক্রিয়া নিরসনের দাবি 

koushikkln
জুন ২১, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ডাটাবেজ তৈরি ও জন্মনিবন্ধনের জটিল প্রক্রিয়া নিরসনপূর্বক যথাসম্ভব সহজ ও বাস্তবসম্মত করার আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সন্তান নিবন্ধনের জন্য পিতামাতার জন্মনিবন্ধন দিতে হয়; আবার সন্তানের পিতামাতার জন্মনিবন্ধনের সনদের আবেদন করলে তার পিতামাতার জন্মনিবন্ধন নম্বর চাওয়া হচ্ছে। যা বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। অনেকের পিতামাতা মৃত্যুবরণ করেছেন অনেক আগেই এবং তাদের পূর্বের ঠিকানা ছিল বহু দূরদূরান্তে। এছাড়াও জন্মনিবন্ধন প্রক্রিয়া বর্তমান আকারে চালু হয়েছে সম্প্রতি। সুতরাং তাদের জন্মনিবন্ধন নম্বর চাওয়ার বিষয়টি অবান্তর। আবার ২০২১ সালের পর যাদের জন্ম হয়েছে, তাদের পিতামাতার জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে, যা অপ্রয়োজনীয় বলেই মনে হয় এবং হয়রাণিমূলকও বটে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরিতে অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র থাকা সত্বেও পিতামাতার অনলাইন জন্মনিবন্ধন বাধ্যমূলক করা হয়েছে। আমাদের দেশের বিদ্যমান বাস্তবতায় এ কাজগুলো সম্পন্ন করে সন্তানের জন্মনিবন্ধন এবং শিক্ষার্থী ডাটাবেজ তৈরিতে অভিভাবকদের হয়রাণি, কষ্ট, অতিরিক্ত অর্থের অপচয় সহজেই অনুমেয়। কারণ সর্বত্র রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা, দায়িত্ব পালনে অবহেলা, উৎকোচ গ্রহণের অপকৌশল, অহেতুক হয়রাণি করার প্রবণতা ইত্যাদি সর্বজন বিদিত। নেতৃবৃন্দ উপর্যুক্ত বিষয়ে জটিলতা নিরসনপূর্বক সহজ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে জন্মনিবন্ধন এবং শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরির কার্যকর পদক্ষেপ আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন ও সংগঠনের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার।