UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশনের সময় রোগী কেঁদেছিলেন, তাই জরিমানা করল হাসপাতাল

usharalodesk
অক্টোবর ৪, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রে আঁচিল অপারেশনের জন্য একজন নারীকে বিল করা হয়েছে ২২৩ ডলার। তবে বিষয়টি সেজন্য রিপোর্টে উঠে আসেনি। এসেছে এ কারণে, তিনি অপারেশন চলাকালে চিৎকার করে কেঁদেছিলেন। আর তার জন্য তাকে ১১ ডলার জরিমানা গুণতে হয়েছে।

সেই নারী নিজেকে শুধু মিজি হিসেবে পরিচয় দিয়েছেন। এটি নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন তিনি। তার সেই পোস্ট নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ভয়াল দশা নিয়ে প্রশ্ন উঠেছে।

মিজি নামের ওই নারীর কান্নাকে ‘ব্রিফ ইমোশন’ আখ্যায়িত করে তার কাছ থেকে অতিরিক্ত আরও ১১ ডলার দাবি করা হয়েছে।

সবাই একে উদ্ভট ও হৃদয়হীন এক কাণ্ড বলে আখ্যায়িত করেছেন। ওই হাসপাতাল থেকে তাকে বিলের যে ইনভয়েসটি দেয়া হয়েছে, মিজি তাও শেয়ার করেছেন টুইটার পোস্টে। তিনি ইনভয়েসে ‘ব্রিফ ইমোশনের’ নামে ১১ ডলার চার্জ দেখতে পেয়ে সেটি টুইটারে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

(ঊষার আলো-এফএসপি)