তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলা সদর ইউনিয়নের আদমপুর গ্রামে অবৈধ বালু উত্তোলন কালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করেন। তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদমপুর গ্রামের নজির শেখের ছেলে মিজানুর শেখ (৫৫) কে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক(৫০০০০/-) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা সকলেই উপস্থিত ছিলেন।