ঊষার আলো ডেস্ক : অব্যাট হেলপার্স খুলনার উদ্যোগে শুক্রবার (১৮ জুন) বিকেলে খালিশপুরস্থ নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে দরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার এম হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন আমদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকবর হোসেন, বিশেষ অতিথি ছিলেন আমদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন, ফাউন্ডেশনের সদস্য আলাউদ্দীন স্বপন, খুলনা প্রেসকাবের সহকারি সম্পাদক নুর হাসান জনি, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন, ফটো সাংবাদিক শেখ শান্ত ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শারজিল জিলানী, এম জি হাসনাইন, শামিমা, শাহিনা, সুমা, মালেকা, রুমি, আলেয়া, নুরজাহান, রুমানা, রানা, রাজু, বেবী, মুন্নী, শবনম, নাসিমা, জেবা, জুথি, নিপা প্রমুখ।