UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা নির্দেশনা

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুশৃংখলভাবে পালনের জন্য রোড ম্যাপ তৈরি করা হয়েছে।

খুলনা মহানগরীর প্রাণ কেন্রেদপ অবস্থিত শহীদ হাদিস পার্কের শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে থেকে বুধবার বিকেল পর্যন্ত নো পয়েন্টে থাকবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ প্রতিবছরের ন্যায় এবারেও খুলনা শহীদ হাদিস পার্ক শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও সার্বিক নিরাপত্তা প্রদান করবে।

এ সময় সর্বসাধারণের জন্য খুলনা সদর থানা মোড় হতে সি-অফিস ও জজ কোর্ট মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও হাদিস পার্কের পশ্চিম গেট থেকে দক্ষিণ গেট হয়ে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। এছাড়াও শহীদ হাদিস পার্কের দক্ষিণ গেটের বিপরীতে ও সদর হাসপাতাল রোডে পার্কিং এর জন্য ব্যবস্থা রাখা হয়েছে।