UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শহীদ জননী জাহানারা ইমাম আমাদের পাথেয়

koushikkln
জুন ২৬, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাধীনতাবিরোধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শহীদ জননী জাহানারা ইমামের কর্মজীবন আমাদের কাছে পাথেয়। তিনি যে পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা চলছি। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি দেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত। মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি যেভাবে শেকড় গেঁড়েছে বাংলাদেশে তা উপড়ে ফেলা একটা বিরাট চ্যালেঞ্জ। সামাজিক যোগযোগ মাধ্যমে যে স্বাধীনতাবিরোধীদের মৌলবাদী কর্মকান্ড চালাচ্ছে তার বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রবিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় বিএমএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে শহীদ মাতা জাহানারা ইমামের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। প্রবন্ধের উপর আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল ফজল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার উদ্দিন দিলু, সংগঠনের কয়রা উপজেলার সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, এস এম আসাদুজ্জামান, সমিত রায়, সাংবাদিক রাশিদুলইসলাম বাবলু, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মৌলবাদীরা মুক্তিযুদ্ধের চেতনা শুধু নয়, ৩০ লক্ষ শহীদের রক্তের মূল্যে অর্জিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ’৭১-এর মতো ঐক্যবদ্ধ হতে হবে।