ঊষার আলো ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভির জন্য আইওএস ১৫, আইপ্যাডওএস ১৫, ওয়াচওএস ১৫ ও টিভিওএস ১৫ উন্মুক্ত করেছে।
কাজে এখন থেকে ধারাবাহিকভাবে সমর্থিত ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেমটির আপডেট দেখতে পাবেন। এই নতুন অপারেটিং সিস্টেমে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম ফেসটাইম ও মেসেজের আপডেট। আইফোন ও আইপ্যাড উভয়ের জন্যই ফেসটাইম ও মেসেজে সেবা আপগ্রেড করা হয়েছে।
নতুন আপডেটে ফেসটাইম স্প্যাচিয়াল অডিও সমর্থন করে ও ব্যাকগ্রাউন্ড শব্দকে আরও হ্রাস করে দেয়। এছাড়া ওয়েব ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্যের সাথে ফেসটাইমে কল করা যায় সেজন্য শেয়ারযোগ্য লিংকের ব্যবস্থাও রয়েছে।
অ্যাপল পণ্য ব্যবহারকারী যাতে সেটি ব্যবহারের সময় সহজেই পরিবার ও বন্ধুদের সাথে আপডেটেড থাকতে পারেন সেজন্য নিউজ, মিউজিক, টিভি ও পডকাস্টে ডেডিকেটেড ট্যাব যুক্ত করেছে।
যুক্ত হয়েছে লাইভ টেক্সট ফাংশন, যার মাধ্যমে গুগল লেন্সের মতোই ছবি, স্ক্রিনশর্ট এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে টেক্সট শনাক্ত করা যাবে।
(ঊষার আলো-এফএসপি)