UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএমএফের বাড়তি ঋণ সহায়তার সিদ্ধান্ত পর্ষদ সভায়

usharalodesk
অক্টোবর ২৭, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সাইডলাইনের বৈঠকে বাংলাদেশের অনুকূলে আইএমএফের বাড়তি ঋণ সহায়তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি। আইএমএফের নির্বাহী কমিটি বা পর্ষদ সভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অনেকেই ধারণা করেছিলেন বার্ষিক সভার বৈঠক চলার সময়েই বাংলাদেশের সঙ্গে আইএমএফের সাইড লাইনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সূত্র জানায়, নতুন সরকার ক্ষমতায় এসে আগের সরকারের রেখে যাওয়া ডলার সংকট মোকাবিলার জন্য আইএমএফের কাছে চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় আরও ৩০০ কোটি ডলার বাড়ানোর জন্য চিঠি দেয়। এতে আইএমএফ নীতিগতভাবে সম্মত হয়। সেপ্টেম্বরে আইএমএফের একটি মিশন বাংলাদেশ সফর করে গেছে। ওই সময়ে তারা দেশের সার্বিক অর্থনীতির চিত্র মূল্যায়ন ও ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছে। এ বিষয়ে মিশন শেষ করার সময় আইএমএফ একটি বিবৃতিতে বলেছিল, সরকারকে বাড়তি ঋণ সহায়তা দিতে আইএমএফ প্রস্তুত। তবে এ বিষয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সময়ে সাইড লাইনে আরও আলোচনা হবে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা শনিবার শেষ হয়েছে। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বৈঠক শেষ হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব প্রমুখ।

প্রতিনিধিদলটি বার্ষিক সভা চলার সময়ে সাইড লাইনে আইএমএফের সঙ্গে একাধিক বৈঠক করেছে। ওইসব বৈঠকে বাংলাদেশের পক্ষে বাড়তি ঋণ সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। এতে আইএমএফের পক্ষে আরও কিছু নতুন সংস্কারের কথা হয়েছে। বাংলাদেশের পক্ষে বলা হয়েছে, সরকার সংস্কার উদ্যোগ নিয়েছে। এগুলো করতে সময় লাগবে।

পরে আইএমএফের পক্ষে বলা হয়, এ বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তারা আইএমএফের নির্বাহী পরিষদের বৈঠকের জন্য বাংলাদেশ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করবে। তাতে বাংলাদেশের বাড়তি সহায়তার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাহী পরিষদ। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গটি উপস্থাপন করা হবে।

সূত্র জানায়, আইএমএফের ঋণ সহায়তার চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদের সভায় চূড়ান্ত হয়ে থাকে। বার্ষিক সভায় কোনো দেশকে কেমন ঋণ সহায়তা দেওয়া হবে সে বিষয়ে এবার আলোচনা করে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। এর আলোকে নির্বাহী পরিষদ পরে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।

এর আগে ২০২২ সালে অর্থনৈতিক সংকট দেখা দিলে তৎকালীন আওয়ামী লীগ সরকার আইএমএফের কাছে ঋণ চায়। আইএমএফ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের অনুকূলে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। ওই বছরের ফেব্রুয়ারির শুরুতেই প্রথম কিস্তির অর্থ ছাড় করে। জুনে তৃতীয় কিস্তি বাবদ ছাড় করেছে ১১৫ কোটি ডলার। এ নিয়ে তিন কিস্তিতে আইএমএফ থেকে পেল ২৩০ কোটি ৭০ লাখ ডলার।

ঊষার আলো-এসএ