তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ গঠনের মাধ্যমে এই ভূখন্ড স্বাধীনতা অর্জন করে। আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আওয়ামী লীগের জন্ম লগ্ন থেকেই এই ভূখন্ডেরর মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে এবং সাফল্য এনেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৩ জুন) দুপুর বারোটার সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান সভাপতিত্বে সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের ও শেখ রাজামিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলী শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মল্লিক। মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, আব্বাস মোল্লা, জিল্লুর রহমান নান্নু, এস এম নাজমুল ইসলাম, মোঃ ইলিয়াসুর রহমান, আরিফুজ্জামান অরুন, খান সেলিম আহমেদ,ইউ পি সদস্য জাহাঙ্গীর মুন্সী, তারিকুল ইসলাম ও ইকরাদুল মোল্লা সহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে এদিন তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ঐচ্ছিক তহবিল হতে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে চেক হস্তান্তর করেন।
ঊআ-বিএস