UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই গ্রেনেড হামলা করা হয়-এমপি বাবু

ঊষার আলো
আগস্ট ২১, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। শনিবার (২১ আগস্ট) সকালে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংসদ সদস্য বাবু বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধীতা করে ছিল এবং দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই সেদিন অর্থাৎ ৭৫’এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেছিল। সেদিন ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যাওয়ায় ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং বার বার শেখ হাসিনার উপর হামলা করে হত্যার চেষ্টা করে।

এমপি বাবু বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রে বিশ্বাসী জনগণের রাজনৈতিক দল। জনগণই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। এ জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বার বার হামলা নির্যাতন ও ষড়যন্ত্র করে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দেশের গণতান্ত্রীক থেকে তারাই আজ নিশ্চিহ্ন হতে চলেছে। ৭৫’এর ১৫ আগস্টের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান এমপি বাবু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, আওয়ামী লীগনেতা বিভ‚তি ভ‚ষণ সানা, বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ হেদায়েত আলী টুকু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, পরমানন্দ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক মসিউর রহমান, আব্দুল ওহাব বাবলু, শেখ সাকির হোসেন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, পরেশ মন্ডল, নূরুল ইসলাম, জগদীশ চন্দ্র রায়, নাজমা কামাল, মিজানুর রহমান, শেখ আবুল কালাম আজাদ, বাবু লাল বিশ্বাস, বজলুর রহমান, দীপংকর মন্ডল, কবির উদ্দীন সরদার, প্রসেন মন্ডল, গৌতম মন্ডল, আল-ইদ্রিস, জেলা ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল ও শাহীন শাহ বাদশা।

(ঊষার আলো-আরএম)