UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ১৫দিনের মধ্যে সকল ওয়ার্ডে যুবদলের কমিটি গঠণের ঘোষণা

koushikkln
জুলাই ২০, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল বলেছেন, রাতের আঁধারে ভোটডাকাতি করে নিশিরাতের অবৈধ আওয়ামী সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশ পরিচালনায় চরম ব্যর্থতার চিত্র এখন চারিদিকে দৃশ্যমান। নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের অগ্নিমূল্য, বিদ্যুৎ-জ্বালানী সংকট, রেকর্ড বৈদেশিক ঋণের বোঝা ও চরম রিজার্ভ সংকট, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্তঃসার শূণ্যতায় আজ প্রমাণ করে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার মতোই দেওলিয়াত্বের পথে। অন্যদিকে, সরকারি দলের নেতাকর্মীরা লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ অবস্থায় প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলনের। দেশ ও দেশের জনগনের প্রয়োজনে খুলনা মহানগর যুবদলকেই সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মঙ্গল ও বুধবার (১৯-২০ জুলাই) দু’দিনব্যাপী নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত পাঁচটি থানার ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় এ দুইদিন বেলা ১১টা থেকে গভীর রাত অবধি চলে মতবিনিময়। আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীদের মাঝে প্রাণঞ্জাল্যের সৃষ্টি হয়েছে। খুলনায় বিএনপির রাজনীতিতে টানা দু’দিন মতবিনিময়ের কোন সাংগঠনিক সভা এটাই প্রথম।

মতবিনিময়কালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল তৃণমূল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে খুলনা থেকে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার পতন আন্দোলনের সূচনা করবে ইনশাআল্লাহ্। সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। এটা শহীদ জিয়ার আর্দশের লড়াই, এটা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের লড়াই। দেশ ও জনগনের স্বার্থে ভোট ও ভাতের অধিকার আদায়ে এই লড়াইয়ে জিততেই হবে। খুলনা মহানগর যুবদলকে সুসংগঠিত করতে পরীক্ষিত-ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে আগামী ১৫দিনের মধ্যে খুলনা মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। খুলনা মহানগর যুবদলের সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবদল পরিচালিত হবে। কোনো গ্র“পিং মেনে নেয়া হবে না। তারেক রহমান ব্যতীত দলে কোনো ভাই নেই। আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে থানা ও মহানগর যুবদল পরিচালিত হচ্ছে, হবে।