UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আগের চাঁদাবাজরা পালিয়েছে, নতুন এসেছে অনেক: বাণিজ্য উপদেষ্টা

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুদ, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি। উপদেষ্টা বলেন, চাঁদাবাজি আগে যারা করতো তারা পালিয়েছে, নতুন অনেকে এসেছে। তাদের বিষয়টা জানা আছে।

তিনি বলেন, ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেয়ার কার্যক্রম এখন স্থগিত আছে। দ্রুত কার্যক্রম শুরু হবে। ডিলার হিসেবে দলীয় কেউ যদি থাকে পরে তাদের বিষয়টা দেখা হবে। বাজারের স্থিতিশীলতা আনাই এখন অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।