UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজব দেখতে প্রাণীর সন্ধান মিলল ফ্লোরিডায়!

usharalodesk
আগস্ট ৪, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঠিক যেন রাবার জাতীয় কিছু পড়ে আছে। স্পর্শ করলেই সেটি নড়েচড়ে উঠবে।

ধূসর রঙের ভাঁজ পড়া চামড়ার অদ্ভুতদর্শন এই ‘বস্তু’টি আসলে একটি প্রাণী যার নাম সেসিলিয়ান।

সম্প্রতি ফ্লোরিডায় এমনই একটি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাকে ঘিরে একেবারে হুলস্থূল পড়ে গিয়েছিল ফ্লোরিডার বিজ্ঞানীমহলে।

বিশ্বে এই প্রাণীর খোঁজ প্রথম মিলল তা নয় তবে ফ্লোরিডায় প্রথম এই প্রাণীর দেখা মিলেছে। দক্ষিণ ফ্লোরিডার তামিয়ামি খালে এটির খোঁজ মিলেছে।

প্রাণীটি মূলত নিরক্ষীয় অঞ্চলে পাওয়া যায়। এছাড়া দক্ষিণ এশিয়া, আফ্রিকার কিছু অংশ এদের বাসস্থান। কিন্তু ফ্লোরিডায় আগে কখনও সেসিলিয়ান দেখা যায়নি।

দেখতে সাপের মতো হলেও এরা আসলে উভচর শ্রেণিভুক্ত এক প্রাণী পা-হীন উভচর। তাই জীবদ্দশায় উভচর শ্রেণির বৈশিষ্ট্য মেনে জল ও স্থল সবখানেই জীবনের বিভিন্ন পর্ব কাটিয়ে থাকে।

এদের মুখ এবং লেজ আলাদা করাটা কঠিন। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ফ্লোরিডা ফিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন প্রাণীটিকে উদ্ধার করে।

প্রথমে কিছুতেই প্রাণীটিকে চিনে উঠতে পারছিল না তারা। ডিএনএ-এর নমুনা পরীক্ষা করে তবেই প্রাণীটিকে শনাক্ত করে।

এই প্রাণীগুলো একেবারেই বিপজ্জনক নয়। তবে মুখে কয়েক সারি দাঁত রয়েছে বটে কিন্তু সেগুলি শুধুমাত্র শিকার ধরার কাজে ব্যবহৃত হয়।

কেঁচো ও কীট-পতঙ্গ এদের শিকার। দাঁত দিয়ে শিকার ধরে গিলে খায়। তবে সেসিলিয়ানদের প্রধান শত্রু হল সাপ।

প্রাণীগুলো মাটির গভীরে থাকে। ৪ থেকে ৫ বছর পর্যন্ত আয়ু হয়ে থাকে এদের। তবে এরা কখনও কখনও আরও বেশি দিন বেঁচে থাকতে পারে।

(ঊষার আলো-এফএসপি)