UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ডিসি হেলালের বিদায়, দায়িত্বে মনিরুজ্জামান তালুকদার

usharalodesk
জুন ২৭, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ২ বছর ১০ মাস দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। রোববার(২৭জুন) সকালে নতুন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের হাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেন ।

দায়িত্বে থাকাকালীন সময়ে মোহাম্মদ হেলাল হোসেন খুলনা জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশেষ করে খুলনায় দেশের ৫ম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, করোনা আক্রান্ত রোগীদের জন্য ৯টি উপজেলায় অক্সিজেন ব্যাংক স্থাপন, হাইফ্লো নেজাল ক্যানোলা ও আইসিইউ ইউনিটের ভিত্তিমূল স্থাপন, খুলনা শিশু হাসপাতালের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ আনা, অনলাইনে ক্লাস করার জন্য এক হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্মার্টফোন প্রদান, শতাধিক শিক্ষার্থীকে আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করে অনলাইনে আয়ের ব্যবস্থা করা ও খুলনার রূপসা উপজেলায় নতুন একটি অর্থনৈতিক জোন স্থাপনসহ নানা উন্নয়ন করে গেছেন খুলনা বাসীর জন্য।  ২০১৮ সালের ১৩ আগস্ট খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ হেলাল হোসেন।

(ঊষার আলো-আরএম)