ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত শেখপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ চলবে। ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১১টি পদে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে দু’টি প্যাণেল। প্যাণেল দু’টি হলো ডাঃ বাসার- কামরুল পরিষদ আর মুজিবর-ফরিদ পরিষদ। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হলেন, সভাপতি পদে ডাঃ এ বাসার ও মুজিবর রহমান টিপু, সাঃ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম ও ফরিদ হোসেন, সহ-সভাপতি পদে আঃ সালাম ও সেলিম শিকদার, সহ-সাধারণ সম্পাদক পদে আসলাম ফকির ও শিল্পী কাজী, কোষাধ্যক্ষ পদে হানিফ মাহমুদ ও নিজাম উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে ছোমেদ কাজী ও পারভেজ কোরাইশী, দপ্তর সম্পাদক পদে রাজু খা ও আকবর হোসেন সাথী, প্রচার সম্পাদক পদে আফসার সানা ও শাহীন হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ নাছিম ও দেলোয়ার হোসেন দুলু, সদস্য পদে ছোহরাব মুন্সী, গিয়াস কোরাইশী, মোঃ লিটন, আঃ রহমান ও আমির চান।
(ঊষার আলো-এমএনএস)