ফুলবাড়ীগেট প্রতিনিধি : আটরা গিলাতলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ভিজিডি কার্ডধারী নির্বাচনে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিন। ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজল কৃঞ্চ রায়, কৃঞ্চা রানি দাস। এছাড়া ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যদের উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।