UsharAlo logo
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটে সন্ত্রাসী হামলা

ঊষার আলো
এপ্রিল ৯, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

৪ জন আহত, ৫ জন গ্রেফতার

আরিফুর রহমান, বাগেরহাট : গ্রাম্য রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডে আলোচিত বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের ভাতশালা গ্রামে আবারও সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত এ সন্ত্রাসীরা ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। আহতরা হলেন, ভাতশালা গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে চিহ্নিত সন্ত্রাসী বাবু ফকির ওরফে গ্যাদা বাবু (২৭), আলি শেখের ছেলে মতিন শেখ (২৩) , গদাই শেখ (২২) এবং একই এলাকার সোহরাব মোল্লা (৫১)। আহত ৪ জন কে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে বাবু ফকির ও মতিন সেখের অবস্থা বেগতিক হলে এ দুজন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ভাতছালা প্রাইমারী স্কুলের সামনে এ সন্ত্রাসী কর্মকান্ড হয়। খবর পেয়ে বাগেরহাট সদর মাডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রন করে এবং ৫ জন কে গ্রেফতার করে। এর আগে গত ৬ মার্চ সকালে বাবু ফকির ও মতিনরা স্থানীয় ছাত্রলীগ নেতা সাকিব তরফদার কে বেড়ক মারপিট করে আহত করে এবং তার মটরসাইকেল ভেঙ্গে দেয়। এ ঘটনার জের ধরে সাকিব তরফদার গ্রুপ বৃহস্পতিবার বিকেলে পাল্টা হামলা করে। স্থানীয় সচেতন ব্যাক্তিরা ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাতশালা গ্রামে এ দুটি গ্রুপ একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক দিনে ও রাতে এলাকায় ও পার্শ্ববর্তী এলাকায় গিয়েও এরা সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। প্রতিটা ঘটনায় মামলা, অভিযোগ এবং সালিশ বৈঠক হলেও সন্ত্রাসীদের কোন বিচার হচ্ছে না। অভিযোগ রয়েছে এ সব সন্ত্রাসীরা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নেতা ও পাতি নেতাদের শেল্টারে এসব অপরাধ করে চলেছে। কোন বিচার হচ্ছে না। এলাকায় সুশাসন থাকছে না। সব মিলিয়ে গুটি কয়েক সন্ত্রাসীর কারনে ভাতশালা গ্রামসহ পাশর্^বর্ত্তি এলাকার সাধারন মানুষ চরম আতংকে থাকে। অনেকেই বলছেন আমাদের সংসদ সদস্য হস্তক্ষেপ করলে এবং পুলিশ প্রশাসন কে স্বাধীন ভাবে কর্তব্য পালন করতে দিলে অপরাধীরা শাস্তি পেত। বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম রানা বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে বাবু ফকির ও মতিন শেখের অবস্থা বেগতিক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুই জন আমাদের এখানে চিকিৎসাধিন রয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম শুক্রবার সকালে বলেন, আহতরা খুলনা ও বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর এ ঘটনায় বাবু ফকিরের মা সাফিয়া বেগম বাদী হয়ে জাহাঙ্গীর তরফদার কে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫/৩০জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ইব্রাহিম, জাকির, আলাউদ্দিন, মুরাদ ও সাইদ নামের ৫ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)