ঊষার আলো প্রতিবেদক : ইজারা নয়, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনার নেতারা। নেতৃবন্দ খালিশপুর, দৌলতপুরসহ পাঁচটি জুটমিলের মজুরি কমিশনের এরিয়ার, লকডাউন বিল ও বকেয়া পরিশোধেরও দাবি জানান। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে আটরা শিল্প অঞ্চলে আঞ্চলিক কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল শেষে পথসভায় বক্তারা এসব দাবি জানান।
ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম। বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও প্লাটিনাম জুট মিলের সাবেক সভাপতি খলিলুর রহমান, শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, ইকবাল ইকবাল হোসেন, আলিম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, ইস্টান জুট মিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ গাজী, শ্রমিক নেতা জাকির হোসেন, মো. মজিবুর রহমান, মো. বাবুল খা, মো: বাবুল রেজা প্রমুখ।
সমাবেশ থেকে আগামী ২২ আগস্ট বিকাল চারটায় একই দাবিতে আলিম জুটমিল গেট সংলগ্ন জনসভার ঘোষণা দেয়া হয়।