ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা গোয়েন্দা পুলিশ দিঘলিয়া থানা এলাকা হতে ২টি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেলের লক খোলার মাস্টার চাবি (কী) সহ আন্তঃ জেলা চোরাই চক্রের চারজন গ্রেফতার করেছে। খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (০১ মার্চ) চন্দনীমহল স্টার জুট মিলের সামনে থেকে সাগর শেখ(১৯), শেখ সোহেল রানা(৩২) কে গ্রেপ্তার করে। তাদের হেফাজত হতে ১ টি Generic Double Disc চোরাই মোটরসাইকেল ও ১ টি মোটরসাইকেলের লক খোলার মাস্টার চাবি উদ্ধার করে। পরবর্তীতে আসামীদের তথ্যমতে তেরখাদা থানাধীন হাড়িখালী গ্রামস্থ জনৈক শাহাবুর এর সিএনজি পার্সের দোকানের সামনে হতে আসামী জসিম শেখ(২৯), আব্দুল কাদের (২৯)কে গ্রেপ্তার করে। তাদের হেফাজত হতে ১ টি APACHE RTR ১৬০ সিসি 4V Double Disc চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।