UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিডব্লিউসিসিআই’র নানা কর্মসূচি

koushikkln
মার্চ ৮, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (০৮ মার্চ) বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইডঈঈও) উদ্যোগে সকাল ৯টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ব্যান্ড বাজিয়ে নগর প্রদক্ষিণ শেষে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে শেষ হয় এবং প্রধান অতিথি হিসেবে মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইডঈঈও)-এর খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক হাসনা হেনা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক গৌরাঙ্গ নন্দী, সমাজসেবা অধিদপ্তর খুলনার অফিসার আবিদা আফরিন, সমাজকর্মী ও বিভাগীয় জয়িতা হালিমা ইসলাম। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন হেকিম মতিআরা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনোয়ারা খাতুন শিউলি, চিশতি মোস্তারী বানু, আইরিন চৌধুরী নীপা, গুলশান আরা জুলি, উম্মুর রেদা, কানিজ সুলতানা, রেহানা মোর্তজা, তারানা তাবাস্সুম শোভা, জয়ন্তী জয়া, সোহেলী দিনা প্রমুখ।