UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফিলগেটে ট্রেনের ধাক্কায় গেল স্কুল শিক্ষার্থীর প্রাণ

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

 খানজাহান আলী থানার আফিলগেটে ট্রেনের ধাক্কায় তাজিম নামের ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তাজিম আটরা পশ্চিমপাড়ার ইজিবাইক চালক শুকুর আলীর পুত্র ।

এলাকাবাসি জানান ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় তাজিম এর মা সকালের নাস্তা করার জন্য রুটি বানায় এবং তাজিমকে আফিলগেট বাজারে হোটেল থেকে ডাউল কিনার জন্য পাঠালে আফিলগেট পুলিশ চেকপোষ্টের পশ্চিম পাশে রেল ক্রসিং পার হবার খুলনা থেকে যশোর গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তাজিম কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানিয়রা।