ঊষার আলো রিপোর্ট : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে সোমবার বিভিন্ন স্থানে মৌন মিছিল ও স্মরণসভা করেছে ছাত্রদল। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এসব কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, বুয়েট ছাত্র আবরারকে ছাত্রলীগ সন্ত্রাসীরা রাতভর নির্যাতন করে হত্যা করেছিল। তাদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। অন্যথায় আবরারের আত্মা শান্তি পাবে না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এএম শোয়াইব, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান ও ইসমাইল হোসেন।
এ সময় তারা বাকৃবিতে ২০১৪ সালে সংগঠিত সাদ ও রাব্বি হত্যারও বিচার চান। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সোমবার মৌন মিছিল হয়েছে। শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, কোনো ক্যাম্পাসে যেন আর শহিদ আবরারের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বক্তব্য দেন, যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সর্দার রাশেদ আলী।
মাদারীপুরে শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজে মিছিল হয়েছে। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান, সদস্য সচিব সাইদুর ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শিহাব, শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসেন খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ গোমস্তা।
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার। বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদল নেতা আব্দুল বাতেন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন জুয়েল, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. শাহীন আলম।
নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব সাইমন আকন্দ লিমন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল বারী হিরা, পুরু চৌধুরী, লালন, আবির।
জামালপুরে স্মরণসভায় বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক বুরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেন।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিকের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর, সিফাত উদ্দিন শাহরিয়ার, কাজী মারুফ, আবু নওসের মজুমদার সানী, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম বাবলু, বিএসসি ডিপার্টমেন্ট ছাত্রদলের আহ্বায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, সমাজকর্ম বিভাগের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সানজিদা নবী পুমেল, যুগ্ম-আহ্বায়ক গোলাম মাওলা পারভেজ।
এদিকে কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মহানগর ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ইয়াছিন আরাফাত।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাখা শিবির সভাপতি আব্দুল মোহাইমেন। প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক নুরুজ্জামান।
ঊষার আলো-এসএ