ঊষার আলো ডেস্ক: খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, “ আব্দুস সোবহান ছিলেন মুজিব আদর্শের সাহসী সৈনিক ও দলের একজন নির্লোভ ত্যাগী নেতা। তার জীবদ্দশায় দল যখন বিরোধী দলে ছিলো তখন তিনি দলীয় কার্যালয়ে রাতে ঘুমিয়ে পাহারা দিতো, এখনের অনেক নেতাকর্মী সেটা জানে না। শ্রমিক রাজনীতি করার ফলে সব সময় শ্রমিকদের দাবি দাওয়া ও অধিকার নিয়ে কাজ করে গেছেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করছি।”
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ মো: আব্দুস সোবহান এর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখা আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় শঙ্খমার্কেটস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়ার সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, যুব মহিলা লীগ নেত্রী নাছরিন আক্তার তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, রেজওয়ানা প্রধান, আঞ্জুমনোয়ারা, কাউন্সিলর রোজী ইসলাম নদী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমাদদুল হক, মল্লিক নওসের আলী, মো: বাবুল হোসেন, কাজী ইউসুপ আলী মন্টু, মো: রাজীব হুসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বায়জিদ হোসেন, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, মো: আসাদুজ্জামান মুন্না, শরীফ মূর্তজা আলী, তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, খন্দকার রফিকুল ইসলাম, মুন্সি ইউনুচ, মো: শাহ আলম শেখ, আব্দুর রহমান মোল্লা, রফিকুর রহমান মারুফ, লিটন মাহমুদ, মো: জিলহাজ্ব হাওলাদার, শেখ মো: রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মো: আলমগীর মল্ল্কি, মো: রফিক, মো: হুমায়ুন কবির হিমু, মো: তারিকুল ইসলাম বারেক, মো: আকতার, মো: শরিফুল, মো: আনিস, মো: হানিফ সরদার, মো: নূর ইসলাম, মনির হোসেন, মো: আজিম উদ্দীন, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকর, বায়েজিদ সরদার, মো: আসলাম হোসেন, মো: হাবিবুর রহমান হাবিব, শামিমুর আলম মান্দার, মো: আতিকুর রহমান, মো: মেহরাব হোসেন অপু, মো: আরিফুর রহমান অনিক, শেখ মাহাবুবুর রহমান, ছলেমান শিকদার, মো: শাহাবুদ্দিন মোল্লা, মো: সাদ্দাম, মো: সোহেল, তৈয়ব আলী হাওলদার, মো: এবাদ আলী শেখ, মো: মহারাজ, মো: এরশাদ শিকদার, মো: নূরুল ইসলাম রনি প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শেখ মো: আব্দুস সোবহানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল এর পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ মোঃ আব্দুস সোবহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তার পরিবারের উদ্যোগে নিজ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম ও যোহর বাদ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া, খুলনাস্থ মোরলগঞ্জ কল্যান সমিতির উদ্যোগে বাদ আছর নগরীর হরিণটানার জিরোপয়েন্ট এলাকায় মদিনা নগর হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মৌলভীপাড়া নুরে জামে মসজিদ পরিবারের পক্ষ থেকে এবং শেখপাড়া আস্থানা জামে মসজিদে ও পোর্ট জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রাসেল, মো: জিলহাজ্ব হাওলাদার, আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, রুমান আহমেদ, মো: হানিফ শেখ, জাকারিয়া শেখ, গোলাম রাব্বানী মামুন, ইমরান গাজী, দিদারুল আলম, মো: সাইদ শেখ, জুবায়ের হোসেন জনি, শেখ শামিম, বাপ্পি প্রমুখ।