সুধী,
শুভেচ্ছা নিন। আপনি অবগত রয়েছেন আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইতিহাসের এ মাহেন্দ্রক্ষণকে বরণ করতে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘দক্ষিণের জানালায় জয়োৎসব’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আগামীকাল ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। বাঙালীর শক্তি, সাহস, সক্ষমতা ও হার না মানা প্রত্যয়ের অংশীদার হয়ে আপনাকে ইতিহাসের সাক্ষী হিসেবে অনুষ্ঠানে
উপস্থিত থাকার জন্য বিন্ম্র আমন্ত্রণ জানাচ্ছি।
(ঊষার আলো-এফএসপি)