UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা তো ক্ষমতায় যেতেই চাই, রাজনীতি করি তো সে জন্য: মির্জা ফখরুল

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করিই তো ক্ষমতায় যাওয়ার জন্য। নির্বাচন করবো, ক্ষমতায় যাবো। এর জন্যই তো রাজনীতি করি।রোববার রোববার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় রাখা বক্তব্যে এসব বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, নির্বাচন দিতে দেরি হলে হাসিনা ও আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে।

ফখরুল বলেন, চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে। বিরাজনীতিকরণের মাধ্যমে বিএনপিকে দূরে রেখে মাইনাস টু ফর্মুলা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

মির্জা ফখরুল বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা আপনাদের কোঅপারেট করছি, আপনারা দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। দ্রুত জঞ্জাল যা আছে তা সাফ করে ফেলুন।

বিএনপি মহাসচিব বলেন, পদে পদে আমরা উসখুস করছি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য। এসমস্ত কথা বলে মানুষের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা তো ক্ষমতায় যেতেই চাই। রাজনীতি করিই তো সে জন্য।