UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকায় একমাসে চাকরি ছাড়ার রেকর্ড!

usharalodesk
অক্টোবর ১৩, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমেরিকায় চাকরি ছাড়ার এক হিড়িক পড়েছে। গত আগস্ট মাসে ৪৩ লাখের বেশি চাকরিজীবী চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানান দেশটির শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভে (জেওএলটিএস)।

তাদের তরফ থেকে বলা হয়েছে, চাকরি ছাড়ার এ সংখ্যা আগের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মোট কর্মীদের মধ্যে এ সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে গত আগস্টে চাকরির বিজ্ঞাপন দশ কোটি ৪ লাখে নেমে এসেছে। তার আগের মাসে এই সংখ্যা কিছুটা বেশি ছিল। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ১ লাখ।

প্রকাশিত খবরে বলা হয়, যেসব কর্মীরা চাকরি ছেড়ে দিচ্ছেন এর বেশিরভাগই করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই। বাসস্থান ও খাদ্য সহায়তার কাজে নিয়োজিত কর্মী যাদের সরাসরি ক্রেতাদের মুখোমুখি হতে হয়- এমন প্রায় ৮ লাখ ৯২ হাজার কর্মী আগস্টে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন।

জুলাই মাসের তুলনায় আগস্টে এক লাখ ৫৭ হাজারের বেশি মানুষ চাকরি ছেড়েছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজে ভ্যাকসিনের ওপরই জোর দেওয়া হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)