UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আড়ংঘাটায় নূরানী কাফেলার ঈদ সামগ্রী বিতরণ

ঊষার আলো
মে ১০, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর আড়ংঘাটা থানার মানবতাবাদি সংগঠন ‘নূরানী কাফেলা’র উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১০ মে) সকাল ১০টায় আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি ও চাউল ) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জি.এম.বাবর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রপার্টিজের মালিক মোঃ আজগর বিশ্বাস তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী রেজাউল করিম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মতলুবুর রহমান মিতুল ও জাপা নেতা ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান প্রার্থী মো. রাসেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যা. শাহীনুল ইসলাম, ডা. ওহিদুল ইসলাম, মো. আজাদ সেখ, মোঃ আউলিয়া শেখ ও সাংবাদিক মোঃ মাহফুজুুর আলম সুমন প্রমূখ।

(ঊষার আলো-এমএনএস)