UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও‘র সাথে আড়ৎদারী ব্যবসায়ীদের মত বিনিময়

usharalodesk
মে ৭, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ব্যবসায়ী ও ডিপো মালিকদের দ্বন্দে বিভ্রান্তীতে চিংড়ি ব্যবসায়ীরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য আড়ৎদারী ব্যবসায়ী ও চিংড়ি বীপনন ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের কারনে বিপাকে পড়েছেন প্রকৃত চিংড়ি ব্যবসায়ীরা। দ্বন্দের কারণে পুশের অভিযোগ এনে মৎস্য দপ্তরের কর্মকতাদের নিকট এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে ভুল তথ্য দিচ্ছে। এতে একদিকে বিভ্রান্ত ব্যবসায়ীরা, অপরদিকে বিব্রতকর অবস্থায় পড়ছে কর্মকতারা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন আড়ৎদারী ব্যবসায়ীরা। জানাগেছে সম্প্রতি আড়ৎদারী ব্যবসায়ীদের সাথে ডিপো মালিকদের মধ্যে দ্বন্দ সৃষ্টি হয়েছে। যার ফলে আড়ৎদারী ব্যবসায়ীদের বিরুদ্ধে চিংড়িতে পুশের অভিযোগ এনে মৎস্য কর্মকতাদের নিকট ভুল তথ্য দিচ্ছে ডিপো মালিকদের অনেকেই। বৃহস্পতিবার সকালে চিংড়ি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ও হুসাইন নামে দুই ব্যবসায়ী রিপন এর আড়ৎ থেকে কয়েকশ চিংড়ি ক্রয় করে পিকআপ যোগে খুলনায় যাচ্ছিল, এমন সময় তাদের বিরুদ্ধে কে বা কারা মৎস্য কর্মকতাদের নিকট পুশের অভিযোগ এনে ভুল তথ্য দেয়। পরে মৎস্য কর্মকতারা পিকআপের সমস্ত চিংড়ি পরিক্ষা-নিরিক্ষা করলে পুশের অভিযোগটি মিথ্যা প্রমানিত হয়। ফলে কর্মকতারা দুই ব্যবসায়ীকে তাদের চিংড়ি নিয়ে চলে যেতে বলেন। এদিকে বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে মত বিনিময় করেন আড়ৎদারী ব্যবসায়ীরা। এসময় ইউএনও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন ব্যবসায়ীক প্রয়োজনে আপনাদের একে অপরের মধ্যে সমন্বয় প্রয়োজন। প্রশাসন সবসময় পুশের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তবে প্রশাসনের দ্বারা অহেতুক কোন ব্যবসায়ী হয়রানি হবে না। এক্ষেত্রে আপনাদের ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা করা হবে বলে ব্যবসায়ীদের আশস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন। ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ খুব দ্রুত নিরসন হবে এমন প্রত্যাশা সকলের।

(ঊষার আলো-এমএনএস)