পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান হ্যাপী, নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সহ সভাপতি ইলিয়াস হোসেন ও মোনালিসা।