UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে চালু হচ্ছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার

usharalodesk
নভেম্বর ৯, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সম্প্রতি ইউটিউব তাদের নতুন ফিচার ‘গো লাইভ টুগেদার’ আনার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে একাধিক ক্রিয়েটর একসঙ্গে তাদের চ্যানেল থেকে লাইভে আসতে পারবেন।তবে এই সুবিধাটি প্রাথমিকভাবে মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে। ডেস্কটপ ভার্সনে এই সুবিধাটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

ইউটিউব বলছে, এই সুবিধার মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর তার চ্যানেল থেকে অতিথি ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে লাইভে আসতে পারবেন। অর্থাৎ দুইজনই তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে সহ-স্ট্রিমিংয়ে যেতে পারবেন।সাধারণত লাইভ স্ট্রিমে সিঙ্গেল ক্রিয়েটররা লাইভে আসতে পারবেন।

তবে কিছুদিনের মধ্যে একাধিক ক্রিয়েটর একই সঙ্গে লাইভে আসতে পারবেন।এ ফিচারের অধীনে ক্রিয়েটররা টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন অপশন, থাম্বেল নির্বাচন করার সুবিধা পাবেন। ভিজিটরদের অবশ্যই ইনভাইট অ্যা কো স্ট্রিমার অপশনের মাধ্যমে আমন্ত্রণ জানাতে হবে।ইউটিউবের ভাষ্যমতে, বাণিজ্যিক ভাবেও এই সুবিধাটি ক্রিয়েটররা ব্যবহার করতে পারবেন।

ঊষার আলো-এসএ