UsharAlo logo
বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপে কেন কমে যাচ্ছে টেসলার জনপ্রিয়তা?

ঊষার আলো
মার্চ ৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

টেসলার সিইও ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ইউরোপে তার প্রতিষ্ঠানটির গাড়ির চাহিদা কমতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

জানুয়ারি ২০২৪-এ ইউরোপে টেসলা মাত্র ৯ হাজার ৯৪৫টি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। ২০২৩ সালের জানুয়ারিতে কোম্পানিটি ১৮ হাজার ১৬১টি গাড়ি বিক্রি করেছিল।

টেসলার বাজার শেয়ারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এক সময় যেখানে প্রতিষ্ঠানটির ইউরোপের বাজারে শেয়ার ছিল ১.৮ শতাংশ, এখন তা নেমে এসেছে ১ শতাংশে। বিশেষজ্ঞদের মতে, মাস্কের রাজনৈতিক অবস্থান এবং ইউরোপীয় রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপই এর পেছনের অন্যতম কারণ।

সম্প্রতি, মাস্ক জার্মানির কট্টর-ডানপন্থি দল এএফডিকে সমর্থন করেছেন এবং দলটির সহ-নেতা অ্যালিস ওয়েইডেলকে নির্বাচনের পর অভিনন্দন জানিয়েছেন। এ পদক্ষেপের ফলে জার্মানির অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। দেশটির চ্যান্সেলর-ইলেক্ট ফ্রিডরিখ মের্জও তার এ হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন।

এছাড়া মাস্ক যুক্তরাজ্যের রাজনীতিতেও নাক গলিয়েছেন। তিনি লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্য নেতাদের বিরুদ্ধে অপরাধীচক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন, যদিও এ ধরনের দাবির পক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ দেননি। জানুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নরওয়ে, যুক্তরাজ্য ও জার্মানির নেতাদের সঙ্গে একত্রিত হয়ে মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা জানান।

ইউরোপের বামপন্থি রাজনীতিবিদদের প্রতি মাস্কের কটাক্ষ এবং কট্টর-ডানপন্থিদের প্রতি তার সমর্থন অনেকের নজর কেড়েছে। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি, টেসলার বিক্রি ইউরোপের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

গত মাসে টেসলা জার্মানিতে মাত্র ১ হাজার ২৭৭টি নতুন গাড়ি বিক্রি করেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। ফ্রান্সেও কোম্পানিটির বিক্রি ৬৩ শতাংশ কমেছে। যুক্তরাজ্যেও টেসলার অবস্থান দুর্বল হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো চীনা ইভি নির্মাতা বিওয়াইডির চেয়ে কম গাড়ি নিবন্ধিত হয়েছে। যেখানে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বাজার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে টেসলার বিক্রি কমেছে প্রায় ৮ শতাংশ।

ঊষার আলো-এসএ