পাইকগাছা ও কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় জান্নাতুল (৩) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ ডিসেম্বর)সকাল ১০টার দিকে খুলনা জেলার পাইকগাছার চাঁদখালী বাজার সংলগ্ন চাঁদখালী টু মৌখালী সড়কে।
নিহত শিশুর পিতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের মোঃ আলামিন গাজী (২৮) জানান। বায়ার ক্রপ সাইন্স কোম্পানিতে চাকুরির সুবাদে সে পাইকগাছার চাঁদখালীতে ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাস করে। সকালে রাস্তার পাশে শিশু জান্নাতুল দাঁড়িয়ে ছিল,তার মা রেহানা সড়কটির বিপরিত পাশে দাঁড়িয়ে থাকায় শিশুটি আকর্ষিক ভাবে রাস্তা ক্রস করে তার মায়ের কাছে যেতে চাইলে, দ্রুত গামি ইঞ্জিন চালিত ট্রলি শিশুটিকে চাপা দিলে মারাত্ত্বক ভাবে আহত হয়।
সেখান থেকে দ্রুত পাইকগাছা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। শনিবার সন্ধ্যার দিকে নিহত শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবার,আত্নীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।