UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে আগ্রহ বাড়ছে ব্যবহারকারীদের, ছাড়িয়ে যাবে ফেসবুককেও

usharalodesk
অক্টোবর ২৭, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ব্যবহারকারীর সংখ্যা ২ বিলিয়ন। যা গত বছরের চেয়ে অনেক বেশি। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

মেটা মালিকানাধীন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২.৯৬ বিলিয়ন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রামের প্রতি ব্যবহারকারীদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে ফেসবুককেও ছাড়িয়ে যাওয়া সম্ভব।

আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে টেক জায়ান্ট মেটা এমন সময় তাদের ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ্যে আনল, যখন শেয়ার বাজারে তাদের অবস্থা খুব নড়বড়ে।

একই সঙ্গে মেটা আরও জানায় হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ২ বিলিয়নের কিছু বেশি। ফলে মেটা সমন্বিত ভাবে ৩.৭১ বিলিয়ন ব্যবহারকারীদের একটি পরিবার হিসেবে এখনো শীর্ষে রয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটি ২০১৮ সালের জুন মাসে জানিয়েছিল, ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ বিলিয়ন। ইনস্টাগ্রাম স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও প্রায় এক দশক আগে ফেসবুক এটিকে অধিগ্রহণ করে।বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন টিকটকের মতো শর্ট ভিডিও, রিলস ব্যবহারের সুযোগ দিচ্ছে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীরা এখনো ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার অব্যাহত রেখেছে যা মেটার জন্য খুবই ভালো খবর।উল্লেখ্য, ২০১২ সালে ইনস্টগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় মেটা।

ঊষার আলো-এসএ