UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬ কর্তৃক শিল্প সংক্রান্ত মামলা’র চুরির আসামী গ্রেফতার

pial
নভেম্বর ৬, ২০২২ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার আওতাভুক্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ‘প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিঃ’ হতে ইট চুরির ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার মোবাইল টিম ঘটনাস্থলে যান। বাদীর শনাক্তমতে তাৎক্ষনিক অভিযানের ভিত্তিতে মিল হতে ইট চুরির ঘটনায় জড়িত ধৃত দুই জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম ঠিকানা প্রকাশ করা হলো না।

উদ্ধারকৃত মালামাল, তিন চাকার ভ্যানসহ পুরাতন সিমেন্ট বালু মাখানো ১১৭(একশত সতের) পিচ ইট, যাহার মূল্য এক হাজার একশত সত্তর টাকা।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র মিলের এসিও (প্রশাসন) মোঃ মোঃ মোস্তফা কামাল (৪০) ধৃত দুইজন সহ থানায় হাজির হইয়া খালিশপুর থানায় এজাহারনামীয় ছয় জন যথাক্রমে ১। অপ্রাপ্ত বয়স্ক, ২। অপ্রাপ্ত বয়স্ক, ৩। মোঃ জলিল (৫২) বর্তমান: (নিউজপ্রিন্ট গেট) , উপজেলা/থানা- খালিশপুর, ৪। অপ্রাপ্ত বয়স্ক, ৫। অপ্রাপ্ত বয়স্ক, ৬। মোঃ জিহাদ(১৮) (১ নং প্লাটিনাম গেইট), থানা- খালিশপুর, জেলা -খুলনা, বাংলাদেশদের কে আসামী একটি চুরি মামলা দায়ের করেন।

যাহা খালিশপুর থানার মামলা নম্বর ০৫/২৬৫, তারিখ-০৫/১১/২০২২ খ্রিঃ, ধারা-৪৪৭/৩৭৯, পেনাল কোড-১৮৬০। আই.পি-৬, খুলনা অত্র ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্প সংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন।

এর’ই ধারাবাহিকতায় সুযোগ্য পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে ইনচার্জ সাবজোন-০১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ বিশ্বাস জুয়েল এর উপর উক্ত মামলার তদন্তভার অর্পন করেন। অত্র মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।

(ঊষার আলো-এফএসপি)