UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণ

usharalodesk
মার্চ ২৯, ২০২১ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় ২৯ মার্চ সোমবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের পর বিশাল একটি এলাকাজুড়ে ভূমিকম্পেরও সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে দেশটির আইনশৃঙ্খলার বাহিনী।
তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারটিতে কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানটিতে বেশ ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের পরপরই তেল শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটেছে।

(ঊষার আলো: এম.এইচ)