UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইভিএম নিয়ে সরকার চক্রান্ত করছে: রিজভী

ঊষার আলো
মে ২৫, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ইভিএম নিয়ে সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ইভিএম নিয়ে দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এর মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে। পৃথিবীর দেশে দেশে এটি প্রমাণিত হয়েছে।তিনি আরও বলেন, যখন প্রতিষ্ঠিত বিষয় বাদ দিয়ে সরকার ইবিএমে জোর করে ভোট করতে চাচ্ছে, তাহলে এখানে বুঝতে হবে সরকার চক্রান্ত করছে।

ঊষার আলো-এসএ